আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে আইএস বলে কিছু নেই। যা আছে সেটি হলো জামায়াতের প্রেতাত্মা। দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য হলি আর্টিজান বেকারিতে হামলা করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রায় শেষ পর্যায়ে। এই বিচার ব্যাহত করতেই এসব জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গিদের জামিনের পক্ষে আদালতে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। কারণ তারা জামিন নিয়ে বেরিয়ে আবার জঙ্গি কাজে জড়িয়ে পড়ে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতাদের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আইনজীবী সহকারীদের স্বীকৃতিসংক্রান্ত আইনের বিল আগামী সেপ্টেম্বরে সংসদে তোলার ঘোষণা দেন এবং আদালত অঙ্গনে তাঁদের বসার ব্যবস্থা হবে বলে জানান।
আইনমন্ত্রী বলেন, ‘যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ১৯৭৫ সালে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা এবং জননেত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তারা আজও ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তারা এখন আইএস নাম দিয়ে, আইএস আছে এই কথা বলে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।’
জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে যারা আছে, তাদের সঙ্গে কোনো ঐক্য নেই। যারা জঙ্গি নির্মূলে থাকবে তাদের সঙ্গে ঐক্য হবে। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে ঐক্যের বিরুদ্ধে, দেশে সর্বোচ্চ এক শতাংশ লোক থাকতে পারে। আমাদের মধ্যে ঐক্য থাকলে তারা কিছু করতে পারবে না। তাদের আমরা প্রতিরোধ করবই। যারা বাংলাদেশকে জঙ্গিবাদের ছবক দেওয়ার চেষ্টা করছে তারা বিতারিত হবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে আমরা রাজনীতিকরণ করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।’ তবে ঐক্য হতে হলে প্রথমে শেখ হাসিনাকে নেতা মানতে হবে বলে জানান তিনি।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
অচিরেই জামায়াত নিষিদ্ধ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অচিরেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘সন্ত্রাস জঙ্গিবাদ-রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। আলোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, প্রফেসর সাজিদুল ইসলাম প্রমুখ।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আইএস নামধারী জামায়াত ও বিএনপি বর্তমান সরকারের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে প্রতিহিংসা ও নাশকতামূলক কাজ করছে, মানুষ হত্যা করছে। তাদের এই জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী প্রতিবাদমুখর হয়েছে। তিনি বলেন, অচিরেই জামায়াত-শিবির নিষিদ্ধ এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে।
Leave a Reply