হিট অ্যান্ড রান মামলার পর এবার বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগে অভিযুক্ত সালমান খানকে বেকসুর খালাস দিয়েছেন রাজস্থান আদালত। আজসোমবার রাজস্থান হাইকোর্টের বিচারক নির্মলজিৎ কৌর ওই রায় দেন। নিম্ন আদালত ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এ তারকাকে কৃষ্ণসার হরিণ হত্যায় এক বছর ও চিঙ্কারা শিকার মামলায় ৫ বছরের কারাদ-ের আদেশ দেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সালমান। তার আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টে ওই দুটি মামলার শুনানি শেষ হয় চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে। ওই মামলা দুটিতে সালমান ছাড়া আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। ১৯৯৮ সালের ২৬শে সেপ্টেম্বর যোধপুর থেকে কিছুটা দূরে গুলি করে হত্যা করা হয় একটি কৃষ্ণসার হরিণ। আরেকটি খুন হয় তার ঠিক দুদিন পর ঘোড়া ফার্মসে। ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় এই দুটি লুপ্তপ্রাপ্ত প্রাণি শিকার করার অভিযোগ ওঠে। সালমান খানের লাইসেন্স করা বন্দুকের গুলি মৃত কৃষ্ণসার হরিণের শরীরে পাওয়া যায়নি, তাই সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমানিত হয়নি বলে আদালত উল্লেখ করেন। আর এজন্যই সালমানকে ‘বেনিফিট অব ডাউট’ দিয়ে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ওই মামলাতেই ২০০৭ সালে প্রায় এক সপ্তাহ জেলে থাকতে হয়েছিল সালমানকে।
Leave a Reply