রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইনশৃংখলা বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করে পরিচয় জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির ফেসবুক পেজে ওই নয় জঙ্গির ছবিসহ একটি পোস্টে এই অনুরোধ জানানো হয়।
ডিএমপির ফেসবুক পেজে বলা হয়, ‘আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেইজের (https://www.facebook.com/dmpdhaka/?fref=nf) ইনবক্সে প্রদান করুন। অথবা ইমেইল করুন cyberunit@dmp.gov.bd এই ইমেইল আইডিতে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
এর আগে সোমবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় জঙ্গিরা বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এতে নয় ‘জঙ্গি’ নিহত ও এক পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযানের সময় আহত হাসান নামে এক ‘জঙ্গি’কে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ওই বাড়িতে গিয়ে দরজা খোলার নির্দেশ দিলে ভেতর থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ বলে জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা।
এ সময় পুলিশ প্রথমে পিছু হটলেও পরে পাল্টা গুলি ছোঁড়ে। জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলির পাশাপাশি বোমার বিস্ফোরণ ঘটায়।
Leave a Reply