জঙ্গিবাদের অভিযোগে গ্রেফতার ইডেন কলেজের পাঁচ ছাত্রীকে তিন দিন করে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে লালবাগ থানার এসআই মিজানুর রহমান গ্রেফতার ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
ওই পাঁচ ছাত্রী হলেন, ইডেন কলেজের রসায়ন বিভাগের ছাত্রী সাবিহা আফরিন সীমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী উম্মে সালমা রুমা, সমাজকর্ম বিভাগের ছাত্রী মাকসুদা খাতুন, ইংরেজি বিভাগের ছাত্রী নাসরিন সুলতানা এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফৌজি আক্তার।
উল্লেখ্য, সোমবার ইডেন কলেজের হোস্টেল থেকে জঙ্গিবাদের অভিযোগে ইসলামী ছাত্রী সংস্থার পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে লালবাগ থানায় মামলা করা হয়।
Leave a Reply