টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা দৌলা ঈশিতা। তার সমসাময়িক অনেকেই শোবিজ অঙ্গনে নিয়মিত অভিনয় করলেও তিনি রয়েছেন আড়ালে।
## সংসার ও নিজের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে যে পরিমাণ সময় দেয়া প্রয়োজন সেটা দিতে পারছি না। আর এ জন্যই অভিনয়ে নেই। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছি বলে সময় একেবারেই পাচ্ছি না।
# তাহলে কী অভিনয়ে আর ফিরবেন না?
## সেটা এখনই বলতে পারছি না। যদি অভিনয়ের জন্য পর্যাপ্ত সময় পাই তাহলে হয়তো ফিরতেও পারি। তবে এ মুহূর্তে নয়।
# শোনা যাচ্ছে নতুন করে গানের তালিম নিচ্ছেন?
## হ্যাঁ, ঠিকই শুনেছেন। নজরুল আর রবীন্দ্রসঙ্গীত শেখা ছিল না আমার। পিওর ক্লাসিক্যাল শিখেছি। নাচের ক্ষেত্রেও আমি শিবলী মোহম্মদের কাছে পিওর ক্লাসিক্যাল শিখেছি। নাচ আর গান দুটিরই ক্লাসিক্যাল শেখার কারণে বাকি শাখায় বিচরণ করতে আমার খুব একটা সমস্যা হয়নি। তাই এখন রবীন্দ্র ও নজরুলসঙ্গীতের ওপর তালিম নিচ্ছি। এছাড়াও দীর্ঘদিন ধরে গান থেকে দূরে থাকার কারণে ক্লাসিক্যালটাও আবার ঠিক করে নিচ্ছি।
# গানের অ্যালবাম বের করার ইচ্ছা আছে কি?
## সেই ছোটবেলা থেকেই আমার গান গাওয়া। গানের জন্য ১৯৯১ সালে নতুন কুঁড়িতে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছি। তাই এখন আবার গানের চর্চার দিকে মনোযোগ দিয়েছি। চলতি বছরের শেষের দিকে একটি অডিও অ্যালবাম প্রকাশের ইচ্ছা রয়েছে।
# এর আগেও তো আপনার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে?
## আমার সর্বশেষ অ্যালবাম ১৩ বছর আগে প্রকাশিত হয়। এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করেন প্রয়াত প্রণব ঘোষ। এর আগেও পাঁচটি অ্যালবামে গান গেয়েছি আমি।
# তাহলে এখন গান নিয়েই ব্যস্ত থাকার ইচ্ছা?
## বলতে পারেন। কারণ অভিনয়ের মতো গানে এত সময় দিতে হয় না। সময় পেলাম আর গান নিয়ে বাসাতেই বসে পড়লাম। তাই এটিই আমার জন্য সহজ। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি গানেও সময় দিতে চাই।
Leave a Reply