শীতকালের তুলনায় গরমে মেকআপ ঠিক রাখা একটু কঠিন হয়ে পড়ে। একদিকে গরম অন্যদিকে ঘাম দুটোতেই মেকআপ নষ্ট হয়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে মেকআপ নষ্ট হওয়াকে অনেকাংশে দূর করা সম্ভব। জেনে নিন টিপসগুলো
* প্রথমে ফেসওয়াশ এবং ক্লিনজার দিয়ে ত্বক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। মুখ পরিষ্কার ও ধোয়া না হলে তেলতেল ভাব রয়ে যায়, এতে মেকআপ গলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
* মেকআপ করার আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিতে পারেন। এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে।
* মেকআপ ব্যবহারের ক্ষেত্রে সেটি অয়েল ফ্রি কী-না দেখে নিন। অয়েল ফ্রি মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।
* টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নিন ও ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন। এতে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হবে ও মেকআপ সেট থাকবে অনেকটা সময়।
* প্রথমে মেকআপ প্রাইমার লাগিয়ে নেবেন। এটি মেকআপ গলে যাওয়া রোধ করবে।
* ফাউন্ডেশন ব্যবহারের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে ব্যবহার করুন। লিক্যুইডের চাইতে সেমি-লিক্যুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার আশঙ্কা কম থাকে।
* গরমকালে মেকআপ ব্যবহারের ক্ষেত্রে ওয়াটার প্রুফ বেছে নিন।
* প্রথমে ঠোঁটে ফাউন্ডেশন দিয়ে বেইজ করে নিলে লিপস্টিক দীর্ঘসময় স্থায়ী হবে। তবে লিপগ্লস ব্যবহার না করাই ভালো। এ সময়ে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।
Leave a Reply