ডেইলি চিরন্তন:বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে আবারও বিমানবন্দরে আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বারবার ইমিগ্রেশন পুলিশের এমন আচরণে বিরক্তি প্রকাশ করেছেন কিং খান।
নিজের টুইটারে শাহরুখ লিখেছেন, ‘প্রত্যেক দেশের নিরাপত্তা পদ্ধতি আমি বুঝি এবং সম্মানও করি। কিন্তু, বারবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার ঘটনা খুবই বিরক্তিকর।’
পরে আরেক টুইটে অবশ্য মজা করে তিনি লেখেন, ‘আটক হওয়ার একটি ভালো দিক ছিল যে, সে সময়ে আমি ‘পোকেমন গো’ খেলে খুব ভাল সময় কাটিয়েছিলাম।’
এর আগে ২০০৯ সালে নিউ জার্সি বিমানবন্দরে শাহরুখের নামে কম্পিউটারে সতর্ক সংকেত বেজে উঠলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সে সময়ে নিজের পরিচয় দিয়েও পার পাননি তিনি। এমনকি শাহরুখকে ফোন পর্যন্ত করতে দেয়া হয়েছিল না।
এরপর ২০১২ সালে আবারও মার্কিন ইমিগ্রেশন পুলিশ বলিউড বাদশাকে নিউইয়র্ক বিমানবন্দরে দুই ঘণ্টার জন্য আটকে রেখেছিল। পরে অবশ্য এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত রক্ষা কর্তৃপক্ষ শাহরুখের কাছে ক্ষমা চেয়িছিল।
Leave a Reply