রোমাঞ্চ এই সুন্দরীর নেশা। শার্ক মাছের সঙ্গে সেলফি তোলার অ্যাডভেঞ্চার তার কাছে পুরনো। এবার জ্বলন্ত আগ্নেয়গিরির একটু দূরেই সার্ফিং করার রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী অ্যালিসন টিল। তার দাবি, আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে আর তার পাশে সার্ফিং করে এই কৃতিত্বের অধিকারী তিনিই প্রথম।
হাওয়াই দ্বীপপুঞ্জে কিলাউই আগ্নেয়গিরি থেকে পানির উপর গলে পড়ছে জ্বলন্ত লাভা। তার খুব কাছেই উথাল-পাথাল ঢেউয়ের মাঝে গোলাপি সার্ফিং বোর্ডে টিল। দুর্ধর্ষ এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন আন্ডারওয়াটার ফোটোগ্রাফার পেরিন জেমস। অসাধারণ ছবি ও ভিডিও তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
নিজের ফেসবুক প্রোফাইলে সেই অবিশ্বাস্য অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন টিল। তিনি লিখেছেন, ‘বড়দের প্রার্থনা, সহযোগিতা ও গাইডেন্সের সুবাদে সমুদ্রে পড়া লাভার স্রোতের কয়েক ফিট দূরত্বে আমি ভেসে এসেছি। এই অভিজ্ঞতা দারুণ উত্তেজনাপূর্ণ। সেই আর্দ্রতা, উত্তাপ, শোঁ শোঁ শব্দ, সবকিছু দেখে প্রকৃতঅর্থেই অনুভব করছিলাম যে আমরা এমন একটা গ্রহে বাস করি, যেটি সত্যিই জীবন্ত।’
যদিও এই অভিজ্ঞতার সাক্ষী হতে অন্যদের অনুপ্রাণিত করেননি টিল। তিনি বলেছেন, ‘পানিটা ফুটছিল। ঘন ধোঁয়া ফ্যানার মতো লাগছিল। আর সমুদ্রের অবস্থা ঠিক ভরসা করার মতো ছিল না।’ দেখুন সেই ভিডিও-
সূত্র: এই সময়
Leave a Reply