ডেইলি চিরন্তনঃ খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবানু। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেছেন, গতকাল বুধবার রাতে ল্যাবটিতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯২টি পজিটিভ আসে।
তখন আমাদের সন্দেহ হয় যে হয়তো ল্যাবে জীবানু ছড়িয়ে পড়েছে। ল্যাব জীবানুমুক্ত করার পর ফের করোনার নমুনা পরীক্ষা চালু হবে।
ছড়িয়ে পড়া জীবানু করোনার কী তা তা নিশ্চিত করেননি অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ। তিনি জানান, ল্যাবে ২০০০টি করোনার নমুনা ছিল, সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
Leave a Reply