ডেইলি চিরন্তনঃ সাতক্ষীরা জেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দুরে আশাশুনি উপজেলার প্রতাপ নগরে কপোতাক্ষ নদীর তীরবর্তী এলাকার ২০০ টি পরিবারের মধ্যে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ত্রান সামগ্রী পৌছে দেওয়া হয়।
গতকিছুদিন পূর্বে ঘুর্নিঝড় “রিমালে” বাংলাদেশের বহু অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়।
এরমধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম।
নদী তীরবর্তী অঞ্চল হওয়ার কারনে আশাশুনি উপজেলার প্রতাপ নগর এলাকা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেখানকার বেশিরভাগ ঘরবাড়ি নষ্ট হয়ে যায়।
বিওয়াইসিএফ কর্তৃক ঘরবাড়ি নষ্ট হওয়া বেশিরভাগ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম
(বিওয়াইসিএফ) এর সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ মজিবুল হক এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সারওয়ার আলম মিতুন সহ ত্রান বিতরনে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় সহ সভাপতি জনাব আ.ন.ম মন্জুরুল ইসলাম ভূইয়া , কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাসুক মেহেদী , কেন্দ্রীয় সহ-ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত সহ কয়েকজন কেন্দ্রীয় সদস্য এবং সাতক্ষীরা সরকারি কলেজের ক্যাডেট ও আশাশুনি সরকারি কলেজের ক্যাডেটরা।
ক্ষতিগ্রস্ত এলাকায় ২০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের নিকট ত্রান সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়।
Leave a Reply