সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
পরিবর্তন’এর সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত Reviewed by Momizat on . ডেইলি চিরন্তন:সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “পরিবর্তন” এর উদ্যোগে এক আলোচনা সভা, স্ব-রচিত লেখাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেল ৫টায় সিলেট তালতলাস্থ চিরন্তন হল ডেইলি চিরন্তন:সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “পরিবর্তন” এর উদ্যোগে এক আলোচনা সভা, স্ব-রচিত লেখাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেল ৫টায় সিলেট তালতলাস্থ চিরন্তন হল Rating: 0
You Are Here: Home » জেলার খবর » পরিবর্তন’এর সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত

পরিবর্তন’এর সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত

Poriborton Sahitto Pic 12.8.18ডেইলি চিরন্তন:সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “পরিবর্তন” এর উদ্যোগে এক আলোচনা সভা, স্ব-রচিত লেখাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিকেল ৫টায় সিলেট তালতলাস্থ চিরন্তন হলরুমে অনুষ্ঠিত হয়।
পরিবর্তন এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি লুৎফা আহমদ লিলির সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায়  বক্তারা বলেন সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে দেশ, সমাজ, পরিবর্তন হচ্ছে মানুষের ধারনা চিন্তা ভাবনা, তবে সব পরিবর্তন ই যেন হয় মানুষের কল্যাণের জন্য  এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভেকেট বদরুল ইসলাম জাহাঙ্গির, মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন চিরন্তন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইকবাল হোসেন আফাজ, ব্যাংকার ও কবি সফিকুল ইসলাম সোহাগ, কবি এম এ ওয়াহিদ, হোসাইন আহমদ, মোঃ শাহজাহান, মোঃ তাজ উদ্দিন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান খোকন, ফখর আহমদ রাজু, ফাতেমা আহমেদ তুলি, আব্দুলাহ খোকন প্রমূখ।39021211_1438159036285912_4365630004919271424_n
আলোচনা সভা শেষে স্ব-রচিত লেখাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দোলন চৌধুরী, শাহিনা জালালি, ফরহাদ আহমদ, বিকাশ দাশ নেপাল, ফাতেমা আহমেদ তুলি, তাহমিনা আক্তার, হাসমত আলী, রুবেল আহমদ, মামুন আহমদ, উদাসী লাল মিয়া, কামাল আহমদ,লুৎফা আহমেদ লিলি, নয়ন আহমদ ,আকতার হোসেন সহ চিরন্তন ও পরিবর্তন এর শিল্পিবৃন্দ। বিজ্ঞপ্তিggggggggggg

এ সংবাদটি এ পর্যন্ত 738 জন পাঠক পড়েছেন

About The Author

Number of Entries : 4058

Leave a Comment

সম্পাদক ও প্রকাশক মো: ইকবাল হোসেন
অফিস: ৯ নং সুরমা মার্কেট,৩য় তলা সিলেট।
ইমেইল-dailychironton@gmail.com
ওয়েব-www.dailychironton.com
মোবাইল-০১৭১৬-৯৬৯৯৭৮

© 2015 Powered By dailychironton.Designed by M.A.Malek

Shares
Scroll to top