আমার রাজনৈতিক জীবনের শুরু ও মহান মুক্তিযুদ্ধ (২য় পর্ব)-মোঃ আরিফ মিয়া
আমার রাজনৈতিক জীবনের শুরু ও মহান মুক্তিযুদ্ধ (২য় পর্ব)-মোঃ আরিফ মিয়া
ডেইলি চিরন্তনঃ শুরু হল নুতন জীবন সে এক আলাদা অনুভূতি। নিয়মিত ক্লাশ ফাকে ফাকে রাজনীতি। প্রথম পরিচয় আব্দুল মতিন হোষ্টেলে থাকতেন ( পরে তিনি এম সি কলেজের সম্ভবত জি এস হয়েছিলেন) । পরিচয় হল তোবারক হোসেন ভাই এর সাথে ( এখন সুপ্রীম কোর্টের আইনজীবী) যিনি সব সময় আমাদেরকে রাজনৈতিক শিক্ষা দিতেন। রাত দিন রাজনীতি ছিল তার কাজ শিব গন্জ মেসে থাকতেন খদ্দর এর সাদা পাঞ্জাবী পায়জামা পরতেন। পরিচয় হল সুকুমার দা’ রেজওয়ান ভাই আব্দুল খালিক মায়ন আশরাফ, আব্দুল মোলায়েম নেহেরু সহ অনেকের সাথে। নেতৃস্থানীয় অনেকের নাম মনে আসছে না এ জন্য আমি দুংখিত।সম্ভবত ২/৩ মাসের মাথায় বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামীর মুক্তির দাবী ও মামলা প্রতাহারেরআনআ দাবীতে ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ সহ আরও সম্ভবত ছোট ছোট কিছু ছাত্র সংগঠন নিয়ে ১১ দফার ভিত্তিতে সর্ব দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।(১১ দফার মধ্যে পুরো ৬ দফা ছিল) শুরু হয়ে যায় আন্দোলন। প্রতি দিন আমাদের কলেজ ও সরকারী কলেজ ( এম সি কলেজ তখন ছিল সরকারী কলেজ) থেকে মিছিল নিয়ে আমরা বন্দর পয়েন্টে যেতাম। পরে। ( হত সর্ব দলীয় মিছিল। শ্লোগান ছিল জয়বাংলা, জয় সর্বহারা,আগরতলা ষড়যন্ত্র মামলা প্রতাহার কর,শেখ মুজিবের মুক্তি চাই,১১ দফা মানতে হবে, ৬ দফা মানতে। ,পুরব পাকিস্তানের স্বায়ত্তশাসন দিতে হবে সহ আরও শ্লোগান। আন্দোলন দিন দিন বেগবান হতে থাকে।
এ সংবাদটি এ পর্যন্ত 673 জন পাঠক পড়েছেন