ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
চলমান বিধি-নিষেধ আগামী ১০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভ্যাকসিন দেয়ার শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে খোলা হবে দোকানপাট।
মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেয়ার ক্ষমতা দেয়া হবে।
প্রসঙ্গত, কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।
এ সংবাদটি এ পর্যন্ত 475 জন পাঠক পড়েছেন