সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোছা. সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৬ লাখ প্রতিবন্ধীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার জনকে চলতি অর্থবছরে ভাতা দেয়া হচ্ছে। তবে তাদের সবাইকে পর্যায়ক্রমে ভাতা সুবিধার আওতায় আনা হবে।
সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি অর্থায়নে ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চালু রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে মাসিক প্রাথমিকে ৫শ’, মাধ্যমিকে ৬শ’ এবং উচ্চ মাধ্যমিকে ৭শ’ টাকা হারে উপবৃত্তি দিচ্ছে।
Leave a Reply