ডেইলি চিরন্তন:দুধ বা ক্রিম ছাড়া কালো কফি। চিনি থাকতেই পারে। কিন্তু কতটা? তা জানতে তো আপনাকে হলে যেতেই হবে। সৌজন্যে পরিচালক অতনু বসুর ‘ব্ল্যাক কফি’। আজই মুক্তি পেল ছবিটি।
‘ব্ল্যাক কফি’ আদতে এক পরিচালকের জার্নি। তীর্থরাজ রায় (অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়) ফিচার ফিল্ম পরিচালনা করেন। পর্দায় তুলে ধরেন সম্পর্কের গল্প, তুলে ধরেন নাটকীয়তা। তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি হয় নামজাদা অভিনেত্রী শ্রাবণীর (অভিনয়ে পাওলি দাম)। এদিকে তীর্থরাজ বিবাহিত। কী ভাবে ব্যালেন্স করবেন দু’টো কমিটমেন্ট?
শাশ্বত, পাওলি ছাড়াও এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোয়েল ধর, বাদশা মৈত্র, শঙ্কর চক্রবর্তী, পার্থসারথি দেব, বিপ্লব চট্টোপাধ্যায় প্রমুখ। গানঘর ছিল অনুপম রায়ের দখলে। পাওলি-শাশ্বত কেমিস্ট্রি যদি এ ছবির মূল ইউএসপি হয়, তবে সেকেন্ড পজিশনে থাকবে অন্য স্বাদের গল্পের টান। তাই ‘ব্ল্যাক কফি’ চেখে দেখতে হলে যাওয়াটা মাস্ট।
Leave a Reply