মডেলিং দিয়ে শোবিজ ক্যারিয়ার শুরু করেন চিত্রনায়িকা হ্যাপী। টিভি বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর পাশাপাশি বড় পর্দায় কাজ করেছেন তিনি। মূলত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে প্রথম পরিচয় হয় হ্যাপীর। মানিক তার পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে শাবনূরের ছোটবোনের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। তারপর মানিকের সহকারী পরিচালক বদরুল আমিন হ্যাপীকে নিয়ে তিন বছর আগে ‘সত্যিকারের মানুষ’ নামে একটি ছবির শুটিং করেন। এ ছবিতে প্রধান নায়িকা চরিত্রে কাজ করেন হ্যাপী। এরপর জাতীয় ক্রিকেট দলের তারকা বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে প্রতারণা মামলা করে রাতারাতি আলোচনায় চলে আসেন এ পর্দাকন্যা। এরপর ঘোষণা দিয়ে মিডিয়াকে বিদায় জানালেও আগামী ২৪শে ফেব্রুয়ারি তার অভিনীত ছবি ‘সত্যিকারের মানুষ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটির পরিচালক বদরুল আমিন বলেন, ছবিতে প্রধান চরিত্রে হ্যাপী অভিনয় করেছেন। অনেকদিন আগে এ ছবির কাজ শেষ করেছি। অবশেষে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। হ্যাপীর ছবিটি দর্শক উপভোগ করবে বলে আশা করছি। তবে ছবির প্রচারণার কাজে হ্যাপীকে ফোন করে পাওয়া যাচ্ছে না বলে জানালেন এ ছবির প্রযোজক পংকজ বিশ্বাস। তিনি বলেন, এ ছবিটির মুক্তি নিয়ে বেশ অসুবিধায় আছি। হ্যাপী কিছুদিন আগে এক মাদরাসার শিক্ষককে বিয়ে করেন। এরপর তিনি বিভিন্ন মানুষের মাধ্যমে ফোনে আমাকে জানাচ্ছেন আমি যেন ছবিটি মুক্তি না দিই। কিন্তু ছবিতে তো আমি অনেক টাকা লগ্নি করেছি, তাই এটি আমি মুক্তি দিতে চাই। ছবিটি জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিবেশনা করতে চাই। এদিকে এ সম্পর্কে অভিমত জানতে হ্যাপীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, মিডিয়ায় একটি বিজ্ঞাপনের মাধ্যমে হ্যাপী কাজ শুরু করলেও ২০১৫ সালে শিল্পী ফাহিমের ‘জানি তুমি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেন। পরে প্রাণ নুডুলসসহ একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনেও ছোট পর্দায় তাকে দেখেন দর্শক। দীর্ঘদিন পর ২৪শে ফেব্রুয়ারি আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হ্যাপীর ছবি। ‘সত্যিকারের মানুষ’ ছবিটির পূর্বনাম ছিল ‘রিয়্যালম্যান।’ এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কংকন, সনিয়া, আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, তনু, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে।
Leave a Reply