পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চ্যালেঞ্জ ছিল, প্রমাণ করেছি আমার কোনো দুর্নীতি করিনি। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পদ্মা সেতু প্রকল্প নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের অবস্থান পরিষ্কার হয়েছে। বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ ছিল, তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
যদি পদ্মা সেতু আরও আগে হতো তাহলে ১-২ শতাংশ জিডিপি বৃদ্ধি হতো। অনেক আগে সেতুটি নির্মাণ হয়ে যেত। ২০১৪ সালে পদ্মা সেতুর একটা বড় অবয়ব দেখতে পেতাম। এই স্ক্যান্ডালের কারণে সেতুটির কাজ পিছিয়ে গেছে বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ ছিল, আমরা প্রমাণ করেছি কোনো দুর্নীতি করিনি, এটা মূল কথা। শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগটি কানাডার অন্টারিও সুপিরিয়র কোর্ট খারিজ করে দেন। এতে প্রমাণিত হয়েছে পদ্মা সেতু প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগটি মিথ্যা।
Leave a Reply