হরতালের কারণে আবারো এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামীকাল বুধবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ মঙ্গলবার বিকালে সচিবালয়ে এ ঘোষণা দেন। এ নিয়ে চলমান হরতাল অবরোধের কারনে দ্বিতীয় দফায় এসএসসি পরীক্ষা পিছালো সরকার।
চলমান অবরোধের মধ্যে ২০ দলীয় জোট রোববার থেকে ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করে বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বুধবারের পরীক্ষা পেছানোর ঘোষণা দেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে আগামীতে আর হরতাল না দেয়ার অনুরোধ জানান।
হরতালের কারণে ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। ২ তারিখের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই হিসেবে ৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
ঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার সকাল ৯টায় বাংলা ১ম পত্র এবং পরদিন ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।
অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
Leave a Reply