পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১ সালে নতুন করে আদমশুমারি করার পরিকল্পনা রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের এক প্রশ্নর জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন।
সরকারি দলের সদস্য মো. আবুল কালামের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে অতি দরিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার বিভিন্ন ধরনের দরিদ্রবান্ধব কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণের কারণে দেশে দারিদ্র্যের হার অনেক কমেছে। আমাদের সার্বিক প্রচেষ্টায় প্রতি বছর প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ হারে বাংলাদেশে দারিদ্র্য কমে আসছে। আশা করা যায় ২০৩০ সালের মধ্যে অতি দরিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। ’
তিনি বলেন, ‘দরিদ্রবান্ধব উন্নয়ন কৌশল গ্রহণের কারণেই দারিদ্র্য হার প্রত্যাশিত মাত্রায় কমে আসছে। বর্তমান সরকার দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য কমে আনার জন্য গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে ধারবাহিকভাবে উন্নয়ন বাজেটে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণসহ নানা কর্মসূচি গৃহীত হয়েছে। ’
Leave a Reply