ইনজুরির কারণে ফের ছিটকে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না শ্রীলঙ্কার এ অলরাউন্ডার। শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ গলে। শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক ম্যাথিউস। তার অনুপস্থিতি বাংলাদেশের বিপক্ষে দলকে কে নেতৃত্ব দিবেন তা এখনও ঠিক হয়নি। মঙ্গলবার দল ঘোষণা করবে শ্রীলঙ্কা। তখনই বিষয়টি জানা যাবে। অধিনায়কের দায়িত্ব পালনের সম্ভাবনা আছে রঙ্গনা হেরাথ, দিনেশ চন্ডিমাল কিংবা উপুল থারাঙ্গার। এই নিয়ে সর্বশেষ ৬ মাসে দ্বিতীয়বারের মতো ইনজুরির কারণে ছিটকে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। পায়ের চোটের কারণে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাননি তিনি। তবে সুস্থ হয়ে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন তিনি। তিন টেস্টই খেলেন তিনি। কিন্তু ওই সিরিজে ফের হ্যামস্ট্রিং ইংনজুরিতে পড়েন ম্যাথিউস। বাংলাদেশ সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানালো, টেস্টে খেলার মতো সুস্থ্য হয়ে ওঠেননি ম্যাথিউস। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার ফেরার সম্ভাবনার কথা জানেিয়ছে তারা।
Leave a Reply