জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার যে আইন করেছে তা থেকে সরে আসা যাবে না। ধর্মঘট করে জনগণের দুভোর্গ বাড়িয়ে মানুষের কল্যাণ হয় না উল্লেখ করে তিনি অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাগবের জন্য পরিবহণ শ্রমিকদের প্রতি আহবান জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টিতে যোগদানকারী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খায়রুল ইসলাম প্রমুখ।
হুসেইন মুহম্মদ এরশাদ যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে যারা প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল তাদের অবস্থা আজ নিঃশেষ হতে চলেছে। আগামীতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।
তিনি বলেন, অতীতে জাতীয় পার্টির সরকারের আমলে যে উন্নয়ন কর্মকা- হয়েছে তার জন্য জনগণ ভবিষ্যতে আবার জাতীয় পাটিতে ক্ষমতায় আনবে।
Leave a Reply