ডেইলি চিরন্তন: দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৩ মার্চ সোমবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির যুক্তরাজ্য শাখার সভাপতি হুসেইন আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল বারী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহ আলম, বিদ্যালয়ের দাতা সদস্য আপ্তাব আলী, শিক্ষানুরাগী সদস্য ইকবাল হোসেন আফাজ। স্বাগত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিক্ষক মৃদুল বরন আচার্য্য। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শফিক আহমদ, সাবেক অভিভাবক সদস্য হোসাইন আহমদ হোসেন আলী, সহকারী শিক্ষক আব্দুল খালিক, মাওলানা জুবায়ের আহমদ, সেলিনা জাহান, রত্না রাণী দাস, ফয়সাল আহমদ, মোঃ শাহাজাদা, ভানু চন্দ্র পাল, সুপ্তা রাণী ঘোষ ও আব্দুস সাত্তার, বরইকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি লোকমান হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ছাত্রলীগ নেতা মঞ্জুর রহমান, মুকিন হোসেন, সাকিব, ময়নুল ইসলাম, নাঈম ইসলাম, মোঃ আশরাফ, সুরমান আলী, আখতার হোসেন, রনি আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭ম শ্রেণির ছাত্র তারেক আহমদ। মানপত্র পাঠ করেন ৯ম শ্রেণির ছাত্রী আরিফা বেগম, ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার ও খাদিজা বেগম। অনুষ্ঠান সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিথ অতিথিবৃন্দ বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রুম পরিদর্শন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাব পরিদর্শণ করেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। শুধু পাঠ্য পুস্তকের মাধ্যমে জ্ঞান অর্জন করলে হবে না, বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। প্রবাসীদের পাশাপাশি দেশের শিক্ষার উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রবাসীরা দেশের উন্নয়নে অংশীদার। তাদের যথাযথ মর্যাদা দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply