স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একের পর এক জঙ্গি আস্তানা সনাক্ত করে তা গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের মূল উৎপাটন করা হচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, পালিয়ে যায়নি। পালিয়ে না গিয়ে তারা পাকিস্তানি বাহিনীর সাথে প্রথম প্রতিরোধ করছে। ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সমস্ত পুলিশ বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আজ বুধবার মুন্সীগঞ্জে জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক হলো আরেক জঙ্গি, এটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। এটাকেও সকলে মিলে নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্বে আপোষহীন। আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
আসাদুজ্জামান খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ভাবে। বিশ্বের থিম টেঙ্কের ১৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে যখন ক্ষমতায় আসে, তখন এদেশের মাথাপিছু আয় ছিল ৮ শত ডলার, বর্তমানে তা বেড়ে ১৬শ’ ডলারে পৌঁছেছে। সময়োপযোগী পদক্ষেপের কারণে খুব শিগ্রই তা ৩ হাজার ডলারে উন্নীত হবে।
মন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অপশক্তি যাতে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যহত করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
বৃষ্টির মধ্যেই এই মহাসমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। সমাবেশ শুরুর আগে শহরে মাদক বিরোধী শোভাযাত্র বের হয়।
Leave a Reply