বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ১৮ বছরের আগেও মেয়েদের বিয়ের বিশেষ বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী ফওজিয়া করিম এ রিট আবেদন করেন।
আবেদনটি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি নারীদের ক্ষেত্রে ‘বিশেষ প্রেক্ষাপটের’ বিধান রেখে এবং নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স যথাক্রমে ২১ এবং ১৮ বছর নির্ধারণ করে বাল্যবিয়ে আইন পাস করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিলটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
Leave a Reply