সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ আবেদন খারিজ করেন।
আরিফুল হকের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশ পেয়ে দুপুর ৩:১০ মিনিটে সিসিক’র মেয়রের আসনে বসেন আরিফ। এর আগে রোববার (২ এপ্রিল) সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এরপর আরিফের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ এপ্রিল) সরকারের বরখাস্তাদেশ স্থগিত করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। আর গতকাল (৫ এপ্রিল) আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।
প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টার মামলার চার্জশিটে নাম থাকায় আরিফকে আবারও সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ২৭ মাস পর রোববারই সিসিকের মেয়রের চেয়ারে ফেরেন তিনি। আর সেদিনই দায়িত্ব নেয়ার ৩ ঘন্টার মধ্যে ফের বরখাস্তের চিঠি পান আরিফ।
Leave a Reply