নিউজ ডেস্ক:
আমৃত্যু কারাবাসের রায় পুনবির্বেচনা চেয়ে রাষ্ট্র ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুটি রিভিউ পিটিশন শুনানির জন্য ১৪মে দিন ধার্য করা হয়েছে।
সাঈদীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করে।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার ১৪৭ নম্বর ক্রমিকে উভয় রিভিউ পিটিশন শুনানির জন্য অন্তর্ভুক্ত ছিলো। কিন্তু শুনানি হয়নি।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাবাস দেয়। পরে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা ফাঁসি এবং সাঈদী খালাস চেয়ে আপিল বিভাগের রায় পুনঃবির্বেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে। এক বছর তিন মাস পর ওই রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়।
Leave a Reply