মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন সমানতালে কাজ করেছেন অরুণা বিশ্বাস। ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় আসেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছবিটিতে তিনি জুটি বেঁধে অভিনয় করেছিলেন রাজ্জাকপুত্র বাপ্পারাজের সঙ্গে। একই ছবিতে দুজনেরই অভিষেক ঘটে। প্রথম ছবিতেই অরুণা বিশ্বাস তার অভিনয় নৈপুণ্যের কারণে দর্শক হৃদয় জয় করেন। বর্তমানে বেশকিছু ছবির শুটিং শেষ করে ডাবিংয়ে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। গতকাল অরুণা বিশ্বাস মানবজমিনকে বলেন, আমি বর্তমানে বেশকিছু ছবির ডাবিং করছি। এরমধ্যে জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ ছবির ডাবিং শেষ করেছি। এখন শাহ আলম মণ্ডলের ‘সাদা কালো প্রেম’ ছবির ডাবিং করব। এ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। আশা করি, ছবিটি সকলে পছন্দ করবেন। মাঝে কানাডায় গিয়েছিলেন অরুণা বিশ্বাস। সেখানে তার একমাত্র সন্তান আদিত্য শুদ্ধ পড়াশোনা করেন। ঢাকায় নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করেন তিনি। মাঝে ‘হাই সোসাইটি’, ‘পরম্পরা’, ‘জীবনের অলিগলি’, ‘মন থেকে দূরে নয়’ নামের ধারাবাহিক নাটকেও কাজ করেছেন তিনি। হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ নামের একটি ছবিরও কাজ শেষ করেছেন তিনি। আসছে শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্য পদে লড়বেন তিনি।
উল্লেখ্য, অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ফাঁসি’, ‘সত্যের সংগ্রাম’, ‘নীল সাগরের তীরে’, ‘হিংসার আগুন’, ‘অবুঝ শিশু’, ‘স্বপ্ন’, ‘গরীবের বউ’, ‘চরম আঘাত’, ‘নিষ্ঠুর’, ‘শাসন’, ‘লাল বেনারসী’, ‘দেশ দেশান্তর’, ‘অপরাজিত নায়ক’, ‘অচেনা’, ‘মায়ের দোয়া’, ‘মায়ের আশীর্বাদ’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘আত্মবিশ্বাস’, ‘ক্ষমা’, ‘প্রেমশক্তি’, ‘সবুজ কোট কালো চশমা’, ‘মিস্টার মওলা’, ‘দোলনচাপা’, ‘শেষ আঘাত’, ‘দয়াবান’ ইত্যাদি।
Leave a Reply