সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন। সোমবার (১ মে) সকালে রাজধানীর গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বলেন, পহেলা মে শ্রমিক দিবস অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সারাবিশ্বে শ্রমিকদের স্বার্থ আদায় হলেও বাংলাদেশে তা হয়নি। শ্রমিকদের ন্যূনতম মজুরি ও অধিকার আদায় না হওয়ার পেছনে বড় কারণ হলো তাদের ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া। তাদের সংঘটিত হতে না দেওয়া। আমরা শ্রমিকদের একত্রিত করে তাদের অধিকার আদায়ে কাজ করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পথিক, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল হাকিম খান, এশিয়া বার্তার সম্পাদক নজরুল ইসলাম রেনু প্রমুখ।
Leave a Reply