সিলেট শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৪ দশমিক ৫১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৭৭ শতাংশ। এবার তা কমে হয়েছে ৮০ দশমিক ২৬ শতাংশে। গতবার ২ হাজার ২৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮৭২ টি স্কুলের ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। শতভাগ পাশ করেছে ৩৭ টি স্কুল।
কোন শিক্ষার্থীই পাশ করেনি বা শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এমন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এবারে নেই।
বোর্ডের অধীনে চার জেলায় পাসের হার সিলেটে ৮৪ দশমিক ৩১,হবিগঞ্জে ৭৬ দশমিক ০২,মৌলভীবাজারে ৭৬ দশমিক ১২ ও সুনামগঞ্জে ৮১ দশমিক ৩৮ শতাংশ।
উল্লেখ্য, এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ১৪১ জন। মোট পাশ করেছে ৭৫ হাজার ৩৭৪ জন। এর মধ্যে ছেলে ৩৩ হাজার ৬৫৫ এবং মেয়ে ৪১ হাজার ৩১৯ জন।
বোর্ডের অধীন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ছেলে ৮ হাজার ৯৭৭ জন, মেয়ে ৮ হাজার ৫০ জন।
মানবিক বিভাগ থেকে ৪৯ হাজার ৯১৩ জন পাশ করেছে। ছেলে ১৯ হাজার ৮৬৫ জন, মেয়ে ৩০ হাজার ৫৭ জন।
ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৪৩৪ জন পাশ করেছেন।ের মধ্যে ছেলে ৪ হাজার ৮২২ জন, মেয়ে ৩ হাজার ৬১২ জন।
মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬৬৩। এর মধ্যে ছেলে ১ হাজার ৪২৭ জন এবং মেয়ে ১ হাজার ২৩৫জন।
বিজ্ঞান বিভাগে থেকে জিপিএ-৫ পেয়ছে ২৫৫০ জন, মানবিক বিভাগ থেকে ৫৭ জন এবং ব্যবসা শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন।
Leave a Reply