দলীয় জোটের হরতালের কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা আবার পেছাল।
আগামী রোব ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। রোববারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর মঙ্গলবারের পরীক্ষা হবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
চট্টগ্রামের সার্কিট হাউজে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা ও ঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষা পেছান হয়েছে। আমরা শিক্ষার্থীদের সহিংসতার মধ্যে ঠেলে দিতে পারি না। সবকিছুর আগে তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে।’
প্রতিটি পরীক্ষা শুরু আগের ২ ঘণ্টা এবং শেষ হওয়ার পরের ২ ঘণ্টা হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানান তিনি। এর আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা শুরুর দিন গত ২ ফেব্রুয়ারির এবং দ্বিতীয় দিনের অর্থাৎ ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।
অবরোধ থাকলেও শুক্র ও শনিবার এসব পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে
মাধ্যমিক পর্যায়ের সমাপনী পরীক্ষায় এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
Leave a Reply