রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরে জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সদস্য সুমাইয়া খাতুনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ সময় আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন মানবজমনিকে জানান, বেনীপুরের ঘটনায় শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী থানার এসআই নাঈমুল হক বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় সুমাইয়াকে। মামলায় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবদুল মতিনকে হত্যা, পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা, অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই রাখার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত থেকে তাকে গোদাগাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সকালে সুমাইয়াকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে হাজির করার সময় তার সঙ্গে তিন মাসের শিশু কন্যা ছিলো। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে আদালতে তোলা হয়। শিশু কন্যা আসিফা সুমাইয়ার হেফাজতে থাকবে। তবে তার আট বছর বয়সের ছেলে জুবায়েরকে গত শনিবার বিকালে তার চাচা মিনারুল ইসলামের হেফাজতে দেয়া হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
Leave a Reply