শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি ফারুককে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে গাজীপুরের র্যাব-১-এর সদস্যরা সাভার থেকে তাঁকে গ্রেপ্তার করেন। ফারুক গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
র্যাব-১-এর কমান্ডার মহিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুককে থানা-পুলিশে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শুক্রবার মামলার তিন নম্বর আসামি বোরহানকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা-পুলিশ। তাঁর বাড়ি শ্রীপুরের কর্নপুর গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম।
গত ২৯ এপ্রিল শ্রীপুরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে হজরত আলী আত্মহত্যা করেন। মেয়ের শ্লীলতাহানির চেষ্টা, ভয়ভীতি ও গরু চুরির বিচার না পেয়ে হজরত আলী আত্মহত্যা করেন এমন অভিযোগে তাঁর স্ত্রী হালিমা বাদী হয়ে রেলওয়ে থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। এরপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন ব্যাপারীকে গ্রেপ্তার করে।
Leave a Reply