শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঢাকা কাস্টমস হাউজে এই মামলা দায়ের করা হয়েছে বলে অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।
তিনি বলেন, শুল্ক ফাঁকির অভিযোগে দিলদার আহমেদের বিরুদ্ধে তিনটি, তার ভাই গুলজার আহমেদের বিরুদ্ধে একটি এবং আরেক ভাই আজাদ আহমেদের বিরুদ্ধে অপর মামলাটি করেছি।
আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম থেকে জব্দ স্বর্ণালঙ্কারের বিষয়ে আগামী সপ্তাহে ফৌজদারি আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বনানীতে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম থেকে শুল্ক গোয়েন্দারা রবিবার ১৫ দশমিক ১৩ মণ স্বর্ণালঙ্কার এবং আনুমানিক ১০ কোটি টাকা দামের ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার আনুষ্ঠানিকভাবে জব্দ করে। এরপর ঢাকা কাস্টম হাউজের গুদাম কর্মকর্তার মাধ্যমে সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। আটক এসব সোনা ও হীরার দাম প্রায় ২৭০ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দাদের ভাষ্য।
Leave a Reply