সরকার চাল আমদানিতে শুল্কহার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার এ সিদ্ধান্ত হয়। এতে প্রতি কেজিতে চালের দাম কমপক্ষে ৬ টাকা কমবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চালের সংকট নেই। মিল মালিকরা সিন্ডিকেট করে সরবরাহ কমিয়ে চালের দাম বাড়িয়েছেন।
তিনি আরও বলেন, দেশে কিছু কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে তবে তা সংকট তৈরির মত নয়।
অল্প সময়ের মধ্যে চালের দাম কমে আসবে বলে এ সময় আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
উল্লেখ্য, চাল আমদানির ক্ষেত্রে ২৮ শতাংশের মধ্যে ১০ শতাংশ ছিল আমদানি শুল্ক, ১৫ শতাংশ দেশীয় শিল্প রক্ষায় রেগুলেটরি শুল্ক এবং ৩ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
Leave a Reply