বাংলাদেশের বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল মতিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বৈদেশিক সাহায্য গ্রহণ করে আসছে। তবে কর্তমানে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ’
তিনি বলেন, ১৯৮০ থেকে ’৯০ সাল পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ৫১ শতাংশ বৈদেশিক সাহায্য থেকে অর্থায়ন করা হত যা ১৯৯১ থেকে ২০০০ সালে ৪৪ শতাংশ এবং ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩৭ শতাংশ কমেছে। গত ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বছরে এডিপির গড়ে প্রায় ৩৪ শতাংশ বৈদেশিক সাহায়তা থেকে অর্থায়ন করা হয়েছে।
Leave a Reply