কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বরে পানি জমে গেছে। আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কিন্তু তা মানুষের শহীদ মিনারমুখী স্রোতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বৃষ্টির অবিরাম ধারার মতোই মানুষ এসেছে মোহাম্মদ আব্দুল জব্বারকে শেষ শ্রদ্ধা জানাতে।
বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়
মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চায়।
শেষ বিদায়ের দিনের নিজের গাওয়া গান যেন ফিরে এলো শহীদ মিনারে। সবার কাছে বিদায় নিয়ে বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় গেলেন আব্দুল জব্বার। নিজের গাওয়া গান যেন নিজের জীবনে। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে যখন আব্দুল জব্বারের শবদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাইকে বেজে উঠলো ফজল-এ-খোদার কথায় আব্দুল জব্বারের সেই গান
সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে
আমার হূদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে মনে হলো আব্দুল জব্বার ইহলোক ছেড়ে চলে গেলেও তার মৃত্য নেই। শিল্পীর কোনদিন মৃত্যু হয় না। তার গান শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে। তিনি নেই কিন্তু তার কণ্ঠ, তার গান এই বাংলায় রয়ে যাবে চিরকাল। আব্দুল জব্বার অমরতা নিয়ে বেঁচে রইবেন বাংলাদেশের মানুষের হূদয়ে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং তার কর্মস্থল আগারগাঁওয়ের বেতার ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দুই দফা জানাজা শেষে বিকেলে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বুধবার সকাল নয়টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান এ শব্দসৈনিক। তার মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।
Leave a Reply