রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
আজ (সোমবার) ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘রোহিঙ্গারা সমস্যায় পড়লেই আমরা তাদের সাহায্য-সহযোগিতা করি। কিন্তু বার বার তাদের সাহায্য-সহযোগিতা করা কি সম্ভব? মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি। কিন্তু কত সাহায্য করা যায়? আমাদের সম্পদেরও তো একটা হিসাব আছে।’
মিয়ানমারে রোহিঙ্গা জাতি গোষ্ঠির ওপর নিষ্ঠুর নির্যাতন বন্ধে সে দেশের সরকার উদ্যোগী হবে এমন আশা প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, রোহিঙ্গারা এখন বড় অসহায়। তারা নির্যাতিত-নিষ্পেষিত। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত।
গেলো ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী আরাকানের রাখাইন অঞ্চলে সার্জিক্যাল অপারেশন শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ার খবরে জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর চড়াও হয়, তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়, নারীদের নির্বিচারে ধর্ষণ করে ও পুরুষদের গুলি করে হত্যা করে। মিয়ানমারে দীর্ঘদিন থেকে চলে আসা রোহিঙ্গাদের ওপর এ নির্যাতন ২০১২ সালে সহিংসতায় রূপ নেয়।
Leave a Reply