আজিজুর রহমান খোকন: ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি খ্যাত হযরত শাহজালাল (রহ:) এবং হযরত শাহপরাণ (রহ:) সহ অনেক আউলিয়াই এই মাটিতে শায়িত। তারই চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ৪, ৫, ও ৬ই রবিউল আউয়াল ১৪৩৯ হিজরী, ১০, ১১ ও ১২ই অগ্রহায়ণ ১৪২৪ বাংলা (মোহাম্মদী পঞ্জিকা মতে) ২৪, ২৫, ও ২৬ নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ রোজ শুক্র, শনি ও রবিবার কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ্ অলি হযরত শাহ্পরান (রহ: আ:) সাহেবের পবিত্র বাৎসরিক উরস মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উরস মোবারক উপলক্ষে মাজার কমিটি নানা ধরনের কর্মসূচি ও প্রস্তুতি সম্পন্ন করেছে। কর্মসূচির প্রথম দিন ২৪ নভেম্বর- সকাল ৯ ঘটিকা হইতে খতমে কোরআন, বাদ আছর দোয়া ও সারা রাত জিকির আজকার ও মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন ২৫ নভেম্বর সকাল ১০ ঘটিকা হইতে ১১ ঘটিকার মধ্যে গিলাপ চড়ান, বাদ জোহর গরু জবেহ, সারা রাত জিকির আজকার ও মিলাদ মাহফিল, রাত ৪ ঘটিকায় ফাতেহা পাঠ। তৃতীয় দিন ২৬ নভেম্বর- বাদ ফজর নেওয়াজ বিতরণ, বাদ আছর সরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠ।
জাতি, ধর্ম নির্বিশেষে হযরতের ভক্তবৃন্দরা পবিত্র উরস মোবারকে যোগদান করে উক্ত উরস মোবারকে শান্তি শৃঙ্খলা বজায়া রাখতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা এবং হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রূহানী ফয়েজ হাসিলের জন্যে আহবান জানিয়েছেন মতওল্লী সৈয়দ মামুনুর রশিদ খাদিম।
Leave a Reply