গতকাল ১৪ই ফেব্রুয়ারী সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ১ম বর্ষ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে এমসি কলেজের ইসলামের ইতিহাস ছাত্র কল্যান পরিষদ। অনুষ্টানে অনার্স ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরন করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরীরর সভাপতিত্বে জমকালো এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক তুতিউর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক শাহ মুহাম্মদ জুলফাজলে, প্রভাষক ফেরদৌসি পারভিন, প্রভাষক আব্দুল বাসিত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো: মোজাম্মেল হোসেন রুবেল ও খালেদ আহমদ।
মুক্তাদির আলম মুক্তার ও হাবিবুর রহমান সাদির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্র কল্যান পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক সুলেমান আহমেদ, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ইমরান উদ্দীন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মো: এনায়েত হোসেন সাব্বির,শাহজাহান আলম,সিনিয়র সদস্য ইফতেখার হোসেন ইমন,তাহনিম তানিম সহ নবীন ও প্রবীন শিক্ষার্থীবৃন্দ। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
Leave a Reply