শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয় নবীন শিক্ষার্থীকে র্যাগিং ও শারীরিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুল আলম আমিন ও শাহপরান হলের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক শাহেদুল হোসাইন। কমিটিকে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে প্রশাসন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০১৭-১৮ সেশনের ছয় নবীন শিক্ষার্থীকে অর্ধনগ্ন করে র্যাগিংয়ের পাশাপাশি রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করেন একই বিভাগের ২০১৬-১৭ সেশনের ১৯ জন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী। এ ঘটনা কাউকে জানালে পরবর্তীতে পুনরায় মেসে ডেকে আনা হবে বলে হুমকিও দেন শিক্ষার্থীরা।
বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে পরবর্তীতে ক্যাম্পাসে আলোড়ন ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও করছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
Leave a Reply