নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে সবচেয়ে তরুণ দল বাংলাদেশ। বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে কম ও ওয়ানডে অভিষেক না হওয়া ক্রিকেটারদের তালিকায়ও বাংলাদেশী ক্রিকেটাররা এগিয়ে। এমনই ক্রিকেটারদের কয়েকজন-
শেলডন কটরেল: একাধিক তারকাকে ছাড়া বিশ্বকাপে অংশ নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দলে নেই ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডের মতো তারকা। তবে তরুণ জ্যাসন হোল্ডারের ক্যারিবীয় বিশ্বকাপ দলে কোন ওয়ানডে না খেলে জায়গা পান একাধিক ক্রিকেটার। এদের মধ্যে আছেন অলরাউন্ডার শেলডন কটরেল। এ পর্যন্ত দু’টি টেস্টে ২ উইকেট পেয়েছেন তিনি। এ পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২২.৮৭ গড়ে ৮ উইকেট পেয়েছেন তিনি। তবে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় শেলডন কটরেলের।
জনাথন কার্টার: ওয়েস্ট ইন্ডিজ দলে আরেক নতুন ক্রিকেটার হলেন- জনাথন কার্টার। বিশ্বকাপ দল ঘোষণা পর্যন্ত কোন ম্যাচ খেলেন নি তিনিও। তবে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলেছেন তিনি। ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর বিশ্বকাপ দলে ডাক পান কার্টার। ২০১৩ সালে ‘এ’ দলের জার্সি গায়ে ভারতের বিপক্ষে ১৩২ বলে ১৩৩ রানের চমৎকার ইনিংস খেলেন বাঁ-হাতি এ ব্যাটসম্যান। এছাড়াও সর্বশেষ ঘরোয়া মওসুমে ১১১ বলে ১০৯ রান করেন কার্টার।
ইয়াসির শাহ: পাকিস্তানের ২৮ বছর বয়সী ইয়াসির শাহ। ১৬ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এ স্পিনারের। ৯ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। প্রায় তিন বছর আবারও পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগে যোগ্যতার প্রমাণ দিয়েছেন ইয়াসির শাহ। গত বছরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭.২৫ গড়ে ১২ উইকেট তুলে নেন তিনি। সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজ বোলিং থেকে নিষিদ্ধ হওয়ার পর তার উপরই এরকম সাফল্য প্রত্যাশা করছে পাকিস্তান।
তাইজুল ইসলাম: বাংলাদেশের উদীয়মান স্পিনার তাইজুল ইসলাম। মাত্র এক ওয়ানডে খেলা নাটোরের তরুণ বাংলাদেশে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। অভিষেক ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন তিনি। ওই ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে জয় পায়। আর ৫-০ তে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ক্যারিয়ারে মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন তাইজুল। এরইমধ্যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানে ৮ উইকেট তুলে নেয়ার কৃতিত্ব দেখান তিনি। ২২ বছর বয়সী তাইজুল বিশ্বকাপে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।
সৌম্য সরকার: মাত্র একটি ওয়ানডে খেলে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আরেক ক্রিকেটার হলেন সৌম্য সরকার। বোলিংয়ে ভিন্ন রকম দক্ষতা রয়েছে তার। মিডিয়াম পেসের পাশাপাশি স্পিন বলও করতে পারেন সৌম্য সরকার। গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার।
Leave a Reply