এশিয়া কাপের সুপার ফোরে অঘোষিত সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। জয়ী দলটি আগামী ২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তাই পরীক্ষিত ক্রিকেটারদেরই মাঠে নামতে চাইবে বাংলাদেশ কিংবা পাকিস্তান উভয় দেশই। বাংলাদেশের একাদশে আজ দু’একটি পরিবর্তন আসতে পারে। এর মধ্যে গত তিন ম্যাচে ব্যর্থ ওপেনার নাজমুল হোসেন শান্তর জায়গা নিতে পারেন সৌম্য সরকার। এছাড়া পরিবর্তন আসতে পারে আরও একটি জায়গায়। প্রথম ম্যাচের পর টানা তিন ম্যাচে ব্যর্থ মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বসিয়ে আজ মুমিনুল হক কিংবা আরিফুল হককে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে, বোলিং আজও তিন স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। কারণ মরুর দেশে স্পিনাররা ভালো সাফল্য পাচ্ছে। সেক্ষেত্রে গত ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন রুবেল হোসেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. সৌম্য সরকার/নামজুল হোসেন শান্ত
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. সাকিব আল হাসান
৫. মুশফিকুর রহিম
৬. মোহাম্মদ মিঠুন/মুমিনুল হক/আরিফুল হক
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান
১১. নাজমুল ইসলাম অপু
Leave a Reply