রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ ঘোষণা করেছেন আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের সদস্য, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সাবেক মহাসচিব ও গেপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন।
আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে কওমী ওলামাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। শোকরানা মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হেফাজত নেতা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে স্বাধীনতা পদক দেয়ারও দাবি জানান জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও জমিয়াতুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। এসময় তিনি আরো বলেন, দেশের সব মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিনদের বেতন ৭০০ থেকে ৮০০ টাকা। ইমামদের নূন্যতম ৫ হাজার ও মুয়াজ্জিনদের ৩ হাজার বেতন করার দাবি জানান ফরিদ উদ্দীন মাসউদ। এছাড়া যেসব আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান বক্তারা।
Leave a Reply