মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ ৫০৮ রান। পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনজন। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বাংলাদেশের প্রতিটি ব্যাটসম্যানই দুই অংক স্পর্শ করেছেন। আর এতেই হয়ে গেছে একটি রেকর্ড।
এক ইনিংসে কমপক্ষে দুই অংক স্পর্শ করার এমন রেকর্ডের স্বাদ পেয়েছে বিশ্ব ক্রিকেটের ৫টি দল। দলগুলো হলো- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৬ষ্ঠ দল হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়ে ফেলল বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটে এটি ১৪তম ঘটনা।
টেস্টের এক ইনিংসে সব ব্যাটসম্যানের অন্তত ডাবল-ফিগারে পৌঁছানোর স্বাদ সবচেয়ে বেশি পেয়েছে ভারত। চারটি টেস্টে তাদের ব্যাটসম্যানরা এক ইনিংসে অন্তত দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন। তিনবার করে এমন কীর্তি গড়েছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়া অস্ট্রেলিয়া দুইবার এবং ওয়েস্ট ইন্ডিজ একবার এমন কৃতিত্ব গড়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোরবোর্ড :
ব্যাটসম্যান | রান | বল | চার | ছক্কা |
সাদমান ইসলাম | ৭৬ | ১৯৯ | ৬ | ০ |
সৌম্য সরকার | ১৯ | ৪২ | ০ | ০ |
মুমিনুল হক | ২৯ | ৪৬ | ২ | ০ |
মোহাম্মদ মিঠুন | ২৯ | ৬১ | ০ | ০ |
সাকিব আল হাসান | ৮০ | ১৩৯ | ৬ | ০ |
মুশফিকুর রহিম | ১৪ | ২৪ | ০ | ০ |
মাহমুদউল্লাহ | ১৩৬ | ২৪২ | ১০ | ০ |
লিটন দাস | ৫৪ | ৬২ | ৮ | ১ |
মেহেদী হাসান মিরাজ | ১৮ | ২৬ | ২ | ০ |
তাইজুল ইসলাম | ২৬ | ৫৮ | ৩ | ০ |
নাঈম হাসান | ১২* | ২৯ | ০ | ০ |
Leave a Reply