ঢাকায় পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বেলা ১২টায় নোয়াখালীর মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে লন্ডনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর সঙ্গে তারেক রহমান ও ঢাকায় পাকিস্তান দূতাবাসে বসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠকে তথ্য ফাঁস হয়ে গেছে।
খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই, সেটি বুঝেই তারা এ ষড়যন্ত্রে নেমেছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সচেতন জনগণ এসব ষড়যন্ত্র বোঝে। তার অবশ্যই এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এলে আওয়ামী লীগের কিছুই করার নেই। এতে আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন থেমে থাকবে না। নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
Leave a Reply