বাংলাদেশের সম্পদ, পোস্টার বয়, বিশ্বসেরা অল-রাউন্ডার- এমন অনেক বিশেষণ আছে তার নামের সঙ্গে। তিনি সততই বাংলাদেশের ক্রিকেটে আশীর্বাদের মতো। বছরের পর বছর এভাবে অল-রাউন্ড পারফর্মেন্স করে যাওয়া ক্রিকেটার বিশ্বেই তো বিরল। আর বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনিল যোশি তো বলেই দিলেন, ৫০ ওভারের ফরম্যাটে সাকিবই বিশ্বের সেরা।
ভারতের সাবেক এই স্পিনার মনে করেন সাকিব মাঠে থাকলে অনেক দিক থেকে সুবিধা পায় দল। আজ সোমবার শের-ই-বাংলায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলে একজন সাকিব আছে, যে অনেক অভিজ্ঞতায় পরিপূর্ণ। টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সামর্থ্যে অনেকের চেয়ে অনেক এগিয়ে। ওর উপস্থিতিতে সব সময়ই দল বাড়তি অনেকগুলো সুবিধা পেয়ে থাকে।’
টেস্ট ক্রিকেটের এক নম্বর অল-রাউন্ডারকে ওয়ানডেতে বিশ্বের সেরা মনে করেন যোশি, ‘আমার মনে হয় সাকিব কেবল আমাদের নিজস্ব প্রতিভা নয়, সে সারা বিশ্বেরই সেরা ওয়ানডে ক্রিকেটার। আপনি যদি তার মান দেখেন, আমি ওর রান কিংবা উইকেটের কথা বলছি না, ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডার হিসেবে ও খুব দক্ষ এবং অসাধারণ এক প্রতিভা। মাত্র কয়েকটা সেশনেই ও যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি হয়ে যায়। মানসিকভাবে সে অসম্ভব লড়াকু।
Leave a Reply