দেশের ৪৯০ উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
সেই সঙ্গে নারায়ণগঞ্জ ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়াম পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স হিসেবে নির্মাণের পর প্রয়াত সামসুজ্জোহার নামে নামকরণের ঘোষণা দেন উপমন্ত্রী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্টেডিয়ামে জেলার পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব ঘোষণা দেন।
আরিফ খান জয় বলেন, নারায়ণগঞ্জ জেলার সদর, বন্দর সোনারগাঁও, আড়াইহাজার ও রূপগঞ্জে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। ওসমানী পৌর স্টেডিয়ামকে আন্তর্জাতিক খেলার উপযোগী করে তৈরি করা হবে। এখানে একটি মাল্টি জিমনেশিয়ামের পাশাপাশি সুইমিং পুলও নির্মাণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আনিসুর রহমান মিঞা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কুতুবউদ্দীন আকসির, খবির আহম্মেদ, এজেড ইসমাঈল বাবুল, সাধারণ সম্পাদক তানভীর হোসেন টিটু ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস।
Leave a Reply