শেষ পর্যন্ত আর মাইলফলক করা হলো না তামিমের। আর একটুর জন্য অধরাই থেকে গেল। ১৯ রানে মীর ওয়াইস আশরাফের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম। আর ১০ রান করতে পারলে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওডিআই) চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন তামিম।
বিশ্বকাপের এগারোতম আসরের সপ্তম ম্যাচে আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাইলফলক স্পর্শের এ সুযোগ হারালেন তামিম। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৫ ম্যাচ খেলা (এই ম্যাচ বাদে) তামিম ১৩৪ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৭১ রান। চার শতক ও ২৬ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।
Leave a Reply