এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন বর্তমান ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান অজি তারকা ডেভিড ওয়ার্নার। সিলেট সিক্সার্সের জার্সিতে তাকে দেখা যাবে মাঠে। আর অভিষেকেই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি।
দলের অনুশীলন শেষে ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী ইয়াসের ওবায়েদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের হেড কোচ ও পেস বোলিং লিজেন্ড ওয়াকার ইউনুস।
এদিকে, প্রথম অংশগ্রহণেই বাজিমাত করতে চান অস্ট্রেলিয়ার সাবেক এই সহ-অধিনায়ক। সিলেট সিক্সার্সে নিজের পরিকল্পনা ও দল নিয়ে মতামত জানান ওয়ার্নার, ‘এক ঝাঁক পরীক্ষিত দেশী-বিদেশী ক্রিকেটার দলে রয়েছে। দলের অনেকেই এ ফরম্যাটের জন্য বেশ অভিজ্ঞ, যারা পৃথিবীর নানান প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভ্যস্ত। আমার ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, বিপিএলে নিজের প্রথম অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চাই। তাই শিরোপা জয়ই আমাদের মূল লক্ষ্য।’
সিলেট সিক্সার্সের স্কোয়াড:
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নায়েব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান ও ইমরান তাহির।
Leave a Reply