গাঁয়ের পথে চলছে খোকন
রাস্তাটি খুব বাঁকা,
হাঁটতে গিয়ে ভাবে খোকন
এ গাঁ বুঝি শিল্পীর হাতে আঁকা।
মাঠে সবুজ ফসল ফলেছে
গাছে পেকেছে ফল,
হৈ-চৈ করে দীঘিতে কাঁটছে সাঁতার
‘শিশু -কিশোরের দল।
ধান কেটে ক্লান্ত হয়ে
ঘামছে গাঁয়ের চাষা,
ছবির মতো উঠছে গড়ে
এ গাঁয়ের সব বাসা।
এই গাঁয়ের রুপ দেখে
খোকন
শপথ নিল আজ,
বাঁচবো আমি এ গাঁয়েতে
থাকুক দূরে লাজ।
Leave a Reply